যদি তাই হয় তাহলে আমাদের দেশে বেকারত্বের হার কখনোই কমবে না। তা ছাড়া একবার চিন্তা করেছেন আপনি যে চাকরীটা করছেন বা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনার জন্য কতটা সিকিইড ? যে সকল ভাইও বোনেরা সরকারী চাকরী করছেন বা করবেন তাদের বিষয়টি একটু ভিন্ন। তা ছারা সবার তো সরকারী চাকরী হবে না বড় জোর ৩%-৫ % মানুষ সরকারী চাকরী করে।
কোম্পানি কি আপনাকে সারা জীবন চাকরীতে রাখবে? চাকরী করে আপনার আর আপনার পরিবারের প্রিয় মানুষদের চাহিদা পূরন করতে পারবেন? আপনি কি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন? শেষ বয়সে চাকরী চলে গেলে কি করবেন?
তাই আমার পরামর্স হল নিজের মেধা ও দক্ষতা দিয়ে নিজে কিছু একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারেন। যদি ইচ্ছা ও কঠোর পরিশ্রম করতে পারেন এবং কাজের সাথে লেগে থাকতে পারেন দেখবেন আপনি চাকরী করে ১ মাসে যা ইনকাম করতেন তা ব্যবসা করে বা নিজের দক্ষাতা দিয়ে কাজ করে ১ দিনেই তা ইনকাম করতে সক্ষম হবেন। তবে একটা কথা মনে রাখতে হবে যে সকল ব্যাক্তি আজ প্রতিষ্ঠিত তারা কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয় নাই।
লেখকঃ
ইঞ্জিনিয়ার নিউজ
মোঃ মাহসুদুর রহমান শিপু
Diploma in Engineering
B.Sc in EEE
M.Sc in ECE