জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ । প্রতিষ্ঠানটি একাধিক পদে নিয়োগ দেবে। উক্ত পদ সমূহে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
১। জুনিয়র ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসুরেন্স)
যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। উক্ত পদে নতুনরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
কর্মস্থলঃ নারায়ণগঞ্জ
২। কেমিস্ট
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সাইন্স/কেমিস্ট্রি/ অ্যাপ্লাইড কেমিস্ট্রি /বায়োকেমিস্ট্রি বিষয়ে ডিগ্রী থাকতে হবে। উক্ত পদে নতুনরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়সসীমা ২২ থেকে ৩০ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ ডিরেক্টর গ্রুপ এইচআর, সিটি গ্রুপ, সিটি হাউস , প্লটঃ এনডাবলু জে #06 রোডঃ #৫১ গুলশানঃ ২, ঢাকা-১২১২ । এছাড়াও অনলাইনে সিভি প্রেরণ করতে পারেন career@citygroupbd.com উক্ত ইমেইল এর মাধ্যমে।
আবেদনের সময়সীমা
আগামী ০৪ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত উক্ত পদে আবেদন করা যাবে।
সুত্রঃ জাগোজবস