চলুন এবার তাহলে কপার ক্যাবল সাইজ অনুযায়ী কারেন্ট বহন ক্ষমতা জেনে নেইঃ
১ . ৩ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ২২ আম্পিয়ার (A)।
২ . ৫ আর এম (RM) কপার তারের কারেন্ট বহন ক্ষমতা সাধারণত ৩০ আম্পিয়ার (A)।
৪. ০ আর এম (RM) এর কপার তারের সাধারণত কারেন্ট বহন ক্ষমতা ৩৯ আম্পিয়ার (A)।
৬ . ০ আর এম (RM) এর তারের কারেন্ট বহন ক্ষমতা সাধারণত ৫০ আম্পিয়ার (A)।
১০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৬৯ আম্পিয়ার (A)।
১৬ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৯৪ আম্পিয়ার (A)।
২৫. ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১২৫ আম্পিয়ার (A)।
৩৫. ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১৬০ আম্পিয়ার (A)।
৫০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১৯৫ আম্পিয়ার (A)।
৭০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ২৪৫ আম্পিয়ার (A)।
৯৫ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৩০০ আম্পিয়ার (A)।
১২০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৩৫০ আম্পিয়ার (A)।
১৫০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৪০৫ আম্পিয়ার (A)।
১৮৫ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৪৬০ আম্পিয়ার (A)।
২৪০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৫৫৫ আম্পিয়ার (A)।
৩০০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৬৪০ আম্পিয়ার (A)।
৪০০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৭৭০ আম্পিয়ার (A)।
৫০০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ৯০০ আম্পিয়ার (A)।
৬৩০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১০৩০ আম্পিয়ার (A)।
৮০০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১১৬৫ আম্পিয়ার (A)।
১০০০ . ০ আর এম (RM) এর কপার তারের কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে ১৩১০ আম্পিয়ার (A)।
উপরের চার্টের যে কপার তারের সাইজ অনুযায়ী কারেন্ট বহন ক্ষমতা দেয়া হয়েছে তার থেকে ২০% পরিমাণ কারেন্ট সরবরাহ করা হয়ে থাকে, অর্থাৎ ক্ষমতা অনুযায়ী ৮০% কারেন্ট সরবরাহ করা হয়।
ক্যাবল
ইলেক্ট্রিক্যাল ক্যাবল সাইজ নির্ধারণ [ RM নির্ণয় পদ্ধতি ] জানতে এখানে ক্লিক করুন
সাবধানতা
৮০% এর উপরে কারেন্ট সরবরাহ করা হলে কপার তার গরম হয়ে যায় অনেক সময় অতিরিক্ত গরম হয়ে ইন্সুলেসন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কারেন্ট সরবরাহ ৮০% এর মাঝে থাকে বাঞ্ছনীয়।