1. powerofpeopleworld@gmail.com : jashim sarkar : jashim sarkar
  2. jashim_1980@hotmail.com : mohammad uddin : mohammad uddin
রবিবার, ০৩ জুলাই ২০২২, ০৩:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় গৃহবধু নিহত ও স্বামী আহত!

কুষ্টিয়া, ৬ আগষ্ট, ২০১৮।। কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় এক গৃহবধু নিহত হয়েছে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী সুম্ন ( ২৪) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পান্টি সড়কের বংশীতলায় নচিমনের চাকায় পৃষ্ট হয়ে ওই গৃহবধূ হেমন্ত খাতুন (১৯) নিহত হয় ।

আজ সোমবার (০৬ আগষ্ট) দুপুর ২টার দিকে বংশীতলা জুলার মোড় নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।নিহত হেমন্ত খাতুন কুমারখালী উপজেলার ভাড়রা গ্রামের সুমনের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, দুপুরে একটি মোটরসাইকেল যোগে কাঞ্চনপুর থেকে বাঁশগ্রামের দিকে যাচ্ছি ওই গৃহবধূ এ সময় বাঁশগ্রাম থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নচিমনের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হেমন্ত খাতুন ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামী সুমন আহত হয়। আহত সুমনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরো পড়ুন