চিন্তা করুন এমন একটা বাংলা সিনেমা, যেখানে নায়ক থাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তাহলে সিনেমাটি কেমন হবে ?
আসুন দেখি…
নায়ক অফিসে যাওয়ার সময় নায়িকার সাথে ধাক্কা খাওয়ার মাধ্যমে প্রেম তো হবে কিন্তু নায়ক নায়িকা একসাথে ঘুরতে পারবে না, এমনকি নায়িকা নায়ক কে ফোনেও পাবে না, কারণ সে ফোনে প্রোডাকশন ফ্লোরের খবরাখবর নিতে মরিয়া…
নায়িকা রাস্তায় গুণ্ডাকবলিত হয়ে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করলেও নায়ক আসতে পারবে না, কারণ সে তখন অর্ডার ডেলিভারী দিতে ব্যাস্ত…
নায়িকার আরেক যায়গায় বিয়ে ঠিক হয়ে গেলেও নায়ক নায়িকার বাবাকে লম্বা ডায়ালগ ঝাড়তে পারবে না, কারণ সে তখন জিএম স্যারের ঝাড়ির উপর আছে…
আরেকজনের সাথে বিয়ের দিন নায়ক নায়িকাকে নিয়ে পালানোর জন্যও যেতে পারবে না, কারণ সারাদিন খাটুনির পর সে অনেক ক্লান্ত…
… এত কিছুর পরেও নায়িকা কি নায়ক কে ভালোবাসবে ? বাসবে না।
তাই আমার সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার বন্ধুদের বলতেছি, প্রেম তোমার কাজ না, ছেড়ে দাও।
বিঃদ্রঃ উক্ত স্ট্যাটাসের সাথে আমাদের প্রেমে ধরা খাওয়ার কোন সংযোগ নাই
কার্টেসি : তারেক আজিজ.
N.B শুধু মাত্র মজা করার জন্য।