1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন

জামানত ছাড়াই ২৫ লাখ টাকা ঋণ সুবিধা সীমান্ত ব্যাংকে!

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন,‘আস্থা’ নামে জামানতবিহীন ২৫ লাখ টাকা ঋণ সুবিধা চালু করেছে সীমান্ত ব্যাংক। গ্রাহকের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা যেমন- পার্সোনাল লোন, বাড়ি ও গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণও চালু আছে। বড় শিল্পে ঋণ দিয়ে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতেও আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যথাসম্ভব প্রতিযোগিতামূলক সুদে ঋণ দেওয়া হেচ্ছে।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে সীমান্ত ব্যাংক লিমিটেডের ষষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির মহাপরিচালক এসব কথা বলেন।

বিজিবি’র মহাপরিচালক বলেন, ‘সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকটি তাদের কাজের পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন, ‘সীমান্ত ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবা দিতে শুরু থেকেই শতভাগ অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেডের পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো পড়ুন