জীবনে পিছিয়ে পড়ার প্রয়োজন আছে । না হলে নতুন করে এগোনোর শক্তিটা পাওয়া যায় না । যুদ্ধ না করলে জয়ের আনন্দটা বুঝা যায় না ।তোমার সিজিপিএ কম ,এই কথাটা সত্যি । এবং তুমি সেই সিজিপিএ বাড়িয়ে নিতে পারবা সেটা আরো বেশি সত্যি । আজকে তুমি ভালো চাকরি করছো না। একটা জবের খুব প্রয়োজন তোমার । জবটা তোমার প্রয়োজন এটা যেমন সত্যি ,ঠিক একই ভাবে এটাও সত্যি যে তুমিই জবটা পাবা । কারন তুমি যুদ্ধ করতে জানো ।
সমস্যাকে “”সমস্যা “” মনে করে ফেলে রাখলে হয় না। এতে করে সমস্যা বাড়ে । সমস্যা সমাধানের একটাই উপায় এবং সেটা হচ্ছে সমস্যাকে ফেস করা। কোন একটা সমস্যাকে ফেস করা মানেই সেই সমস্যার অর্ধেক সমাধান বের করে ফেলা । তুমি উৎসাহী হতে পারছো না ।কেউ তোমাকে উৎসাহিত করে না ।সবাই তোমার পেছনে কথা বলে ।ওদেরকে বলতে দাও । let them say পৃথিবীর সব থেকে বড় জোকস টা হইলো ,ঝামেলাতে পড়বে তুমি ,আর তোমাকে নিয়ে কথা বলবে বাইরের লোক ,যাদের না আছে কোন স্বপ্ন ,না আছে কোন যোগ্যতা ।একপাল অযোগ্য লোকের কথায় কান দেয়ার অর্থই হইলো বোকামি করা ।ভালো হয় তুমি নিজের কাজটা করো। বাকিটা সময়ই বলে দেবে।
Faridpur Engineering College
#Department_of_EEE