টাইটানিক জাহাজ ডুবেনি, পরিকল্পিত দূর্ঘটনায় ডুবেছিল অন্য জাহাজ।। কি বিশ্বাস হচ্ছে না??? সত্যি বলতে কি বিশ্বাস আমারো হচ্ছে না, কিন্তু এই নিন্মের লেখা আর ভিডিওটি এটাই প্রমান করে।।
ভিডিও ও তথ্য সংগৃহীত।।
টাইটানিক এর গল্প কে না জানে, তৎকালীন সময়ের সবচেয়ে বড় মনুষ্য নির্মিত ভাসমান যান, যা এর প্রথম যাত্রায়ই উত্তর আটলান্টিক সাগরে এক বিশাল হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। বিগত শতাব্দীর অন্যতম আলোচিত বিষয় টাইটানিক ডুবি কি সত্যিই কোন দুর্ঘটনা নাকি পরিকল্পিত এক অপরাধ, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রথম থেকেই।
টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইনের ছিল হুবহু একই রকম দেখতে দুটি জাহাজ; অলিম্পিক এবং টাইটানিক। তারা টাইটানিকের নাম করে অলিম্পিক জাহাজটি আটলান্টিক সাগরে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়েছিল। আর তাই টাইটানিক জাহাজ কখনই ডুবে নি, ডুবেছিল অলিম্পিক। এতবড় হাত সাফাই এর কাজটি তারা কিভাবে করেছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে।
দেখুন ভিডিও
https://www.facebook.com/powerofpeoplebd/videos/2106019416116489/