দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাজারে টাটা বিশ্বস্ততার প্রতীক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। মালামাল পরিবহনে টাটার ট্রাক মানেই অধিক নিরাপদ, দীর্ঘ স্থায়ীত্ব, সেই সাথে দূর্দান্ত পারফরম্যান্স। দীর্ঘ সময় ধরে এ অধিক মাইলেজ ও দেশের রাস্তায় মালামাল বহনের উপযোগী টাটা ট্রাক বিপনন করছে নিটল নিলয় গ্রুপ।
তারই ধারাবাহিকতায় টাটা এলপিটি ৭০৯ ট্রাকটি অধিক জনপ্রিয় দেশের বাজারে। বিশেষ করে ব্যবসায়ী শ্রেনীর লোকেদের অধিক লাভবান করতে টাটা এলপিটি ৭০৯ ট্রাকটির তুলনা নেই। টাটা এলপিটি ৭০৯ সিআর ট্রাকটিতে দীর্ঘস্থায়ী এক্সট্রা লং মজবুত ষ্টীল বডি ব্যবহার করা হয়েছে।
টাটা এলপিটি ৭০৯ ট্রাকটিতে ব্যবহার করা হয়েছে ৪৯৭ টিসিআইসি ৩৭৮৩ সিসি ফোর সিলিন্ডার শক্তিশালী ডিজেল ইঞ্জিন। যার ম্যাক্সিমাম পাওয়ার ৯০ পিএস/ ২৪০০ আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ৩২৫ এনএম/ ১৩০০-১৬০০ আরপিএম। ট্রাকটিতে রয়েছে ১৬০ লিটার ধারন ক্ষমতার ফুয়েল ট্যাংক যা আপনাকে দিবে দীর্ঘপথ অতিক্রমের নিশ্চয়তা।
৭৪৯০ কেজি ওজনের ট্রাকটি ৩.৮ টন ধারনক্ষমতায় ৭.৫ টনের অধিক মালামাল বহনে সক্ষম। বাংলাদেশের বাজারে ট্রাকটি ২০ লক্ষ চল্লিশ হাজার টাকায় কিনতে পারবেন টাটা অনুমোদিত সকল ডিলারপয়েন্ট থেকে। নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে সল্প ডাউনপেমেন্টে অল্প টাকা কিস্তিতে দীর্ঘ মেয়াদে ব্যবসায় সফলতার জন্য নিশ্চিন্তে কিনতে পারেন টাটা এলপিটি ৭০৯ ট্রাক। তথ্যসূত্র: অটো বাংলা।