1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
শনিবার, ২১ মে ২০২২, ০৬:৫২ অপরাহ্ন
নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোউত্তর পর্ব-১

০১|| “গম”উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?

®=>চীন ও রাশিয়া

০২|| “গম”আমদানিতে বাংলাদেশ কততম?

®=>৫ম। শীর্ষে মিসর।

০৩|| “ধান”উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?

®=>চীন (বাংলাদেশ ৪র্থ)

০৪|| “চাল”রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

®=>ভারত

০৫|| “ভুট্টা”রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

®=>যুক্তরাষ্ট্র (আমদানিতে ম্যাক্সিকো)

০৬|| “গ্রিনহাউজ গ্যাস”নির্গমনে শীর্ষ দেশ কোনটি?

®=>চীন

০৭|| ২০১৮ সালে বৈশিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?

®=>যুক্তরাষ্ট্র ও শাদ

০৮|| ২০১৮ সালে বৈশিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশ কততম?

®=>১০৩ তম।

০৯|| বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?

®=>সিঙ্গাপুর ও শাদ

১০|| বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে বাংলাদেশ কততম?

®=>১০৬তম। __রমজান___

১১|| বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতু কোন দেশে অবস্থিত?

®=>চীনে(দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার)

১২|| বাংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP)চালু হয় কবে?

®=>১ অক্টোবর ২০১৮(বিশ্বে ৭২তম) ১ম সিঙ্গাপুরে ১এপ্রিল ১৯৯৭।

১৩|| বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কী?

®=>নগদ।

১৪|| বর্তমানে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ কততম?

®=>৮ম (বৃদ্ধির হার ১.১%)

১৫|| জনসংখ্যায় বৃদ্ধির হার সর্বাধিক ও সর্বনিম্ন কোন দেশে?

®=>ওমান ও সিরিয়া।

১৬|| ২০১৮ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন?

®=>১২ জন।

১৭|| “No Spin” আত্মজীবনীর রচয়িতা কে?

®=>শেন ওয়ার্ন

১৮|| কোন গ্রন্থের জন্য অ্যানা বার্নস ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন?

®=>Milkman

১৯|| বঙ্গবন্ধুর রচিত “অসমাপ্তজীবনী” গ্রন্থের স্প্যানিশ ভাষায় অনুবাদ করেন কে?

®=>বেঞ্জামিন ক্লার্ক।

২০|| বঙ্গবন্ধুর রচিত “অসমাপ্তজীবনী” গ্রন্থের হিন্দি ভাষায় অনুবাদ করেন কে?

®=>প্রেম কাপুর by Ramjan

২১|| বাংলাদেশের বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক হয় কবে?

®=>১নভেম্বর ২০০৭।

২২|| আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি?

®=>১৫৯টি(সর্বশেষ তুর্কিমেনিস্তান)

২৩|| বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কী?

®=>ডা.সুসানে গীতি

২৪|| বর্তমানে দেশের কতটি উপজেলায় নদ-নদীতে ইলিশ পাওয়া যায়?

®=>১২৫টি।

২৫|| বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় স্থাপন করা হয়?

®=>খুলনায়।

২৬|| “ভাস্কর্য “অনুপ্রেরণা ১৯”কোথায় অবস্থিত?

®=>গাজিপুরে (ভাস্কর আরিফুজ্জামান নূরনবী)

২৭|| বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউটের (BRRI) নতুন দুটি ধানের জাত কী কী?

®=>ব্রি ৮৮, ব্রি ৮৯।

২৮|| প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাপ্রথা বাতিল করা হয় কবে?

®=>৪ অক্টোবর ২০১৮।

২৯||দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশের শিপিং কর্পোরেশনের (BSC) বহরে যুক্ত হওয়া জাহাজের নাম কী?

®=>বাংলার জয়যাত্রা।

৩০|| বাংলাদেশের শিপিং কর্পোরেশনের (BSC) বহরে বর্তমানে যুক্ত হওয়া জাহাজ কতটি?

®=>৩টি। ®Ramjan®

৩১|| দেশের সবচেয়ে ছোটগ্রাম কোনটি?

®=>শ্রীমুখ,বিশ্বনাথ সিলেট। গ্রামের জনসংখ্যা মোট ৫ জন।

৩২|| জলবায়ু পরিবর্তন বিষয়ক অর্থনীতির জনক বলা হয় কাকে?

®=>অধ্যাপক উইলিয়াম নর্ডহাস (যুক্তরাষ্ট্র)

৩৩|| “S-400″ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কোন দেশের?

®=>রাশিয়ার।

৩৪|| “Five Eyes বা Fvey” কী?

®=>পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে গঠিত বিশ্বের শীর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক।

৩৫|| বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারের আইনগত অনুমোদন দেয় কোন দেশ?

®=>কানাডা(১ম উরুগুয়ে ২০১৩)

৩৬|| ২০১৮ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?

®=>রবার্ট ল্যাংলান্ডস (কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক )

৩৭||২০১৮ সালে সিডনি শান্তি পুরস্কার লাভ করেন কে?

®=>জোসেফ স্টিগলিজ।

৩৮|| বিশ্বের মোট জনসংখ্যা কত?

®=>৭৬৩.৩০ কোটি।চীন ১৪১.৫০ কোটি।

৩৯||২৫ অক্টোবর ২০১৮ ঘোষিত ফিফা রেংকিং এশীর্ষ দেশ কোনটি?

®=>বেলজিয়াম (বাংলাদেশ ১৯৪তম)

৪০|| “অলিম্পিক গেম বা অলিম্পিকো” কী?

®=>কর্নার থেকে সরাসরি গোল করাকে বলে অলিম্পিক গেম বা অলিম্পিকো।

আরো পড়ুন