নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। গত বছর বাংলাদেশ ব্যাংক এসএমই অর্থায়ন-সংক্রান্ত মাস্টার সার্কুলারে এ নির্দেশনা দেয়। কিন্তু তা সত্ত্বেও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে হয়রানির অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সহায়ক জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের নির্দেশ দিয়ে নতুন সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় স্বাক্ষরিত এ সার্কুলার গতকাল জারী করা হয়।
তথ্য সূত্র: বণিক বার্তা