1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫ অপরাহ্ন

পৃথিবীর সবচাইতে দরিদ্র ও অসহায় ব্যক্তি হলো একজন সদ্য পাশ করা প্রকৌশলী!!!

বাসা থেকে বেকার ভাতা বন্ধের তাগিদ আসে বা বন্ধ হয়ে যায়। সবাই ভাবে সে শিগগিরই প্রচুর টাকা কামাবে। অথচ একখানা চাকুরী পেতেই কয়েক মাস চলে যায়।কারণ “চাকুরী পেতে চাই অভিজ্ঞতা আর অভিজ্ঞতা পেতে চাই চাকুরী”-এক দূর্ভেদ্য দুষ্টচক্র।

যতই দিন যায় সবাই সন্দেহের দৃষ্টিতে তাকাতে থাকে যে এই ব্যাটা আসলেই কি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে? একটা চাকুরী যোগাড় করতে এতদিনলাগে কেন?

আশেপাশের সবার এই দৃষ্টিভঙ্গি প্রচন্ড চাপ সৃষ্টি করতে থাকে। শেষমেষ অনেকে ৮০০০-১০০০০ টাকার চাকুরীতেও জয়েন করে ফেলতে পারলে হাঁফ ছেড়ে বাঁচে।চাপ নিবেন না, চাপ নিলেই চাপ বাড়ে। রিলাক্স থাকুন,নিজের কাজকে ভালোবাসুন। যা করবেন ভালোবেসে করবেন।

মনে রাখবেন,সৃজনশীল কাজের জন্যই আপনার নামের আগে’প্রকৌশলী’ শব্দটা আছে।

আরো পড়ুন