1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২, ০২:১১ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে ঢাকায় উদ্যোক্তা সম্মেলন, রেজিস্টেশন করতে ছবিতে টাস করুন!

উদ্যোগে অগ্রগামী, উচ্ছ্বাসে একত্রে’ শ্লোগানে রাজধানীর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ ও ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘আইপিডিসি উদ্যোক্তা সামিট ২০১৮’। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না,চাকরি দেব- যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে।

এ সামিটের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম এবং আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।

এই সামিটের উদ্দেশ্য হল তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়,উদ্যোক্তার পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তা বান্ধব একটি পরিবেশ গড়ে তোলা।

জানা গেছে, এবারের সামিটে চারটি কর্মশালাসহ ১১টি সেশন থাকছে। আর নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরারও সুযোগ পাবেন এই সামিট থেকে। পাশাপাশি উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ পাবেন।

এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আর আগ্রহীদের এই ঠিকানায় নিবন্ধন করতে হবে।

www.uddoktasummit.com/ ঠিকানায় নিবন্ধন করে সম্মেলনে অংশ নেওয়া যাবে।

আরো পড়ুন