1. ধাতু কাকে বলে?
উত্তরঃ যে সকল বস্তু পিটিয়ে শীট অথবা তার আকৃতি প্রদান করা যায় এবং আঘাতে ঝনঝন শব্দ করে তাদেরকে ধাতু বলে।
2. লৌহজাত ধাতু বলতে কি বুঝায়?
উত্তর: যে সকল ধাতুতে প্রধান উপাদান হিসেবে লৌহ বিদ্যমান থাকে তাদেরকে লৌহজাত ধাতু বলে।
৩. অলৌহজাত ধাতু বলতে কি বুঝায়?
উত্তরঃ যে সকল ধাতুতে লৌহজাতীয় উপাদান বিদ্যমান থাকে না তাদেরকে অলৌহজাত ধাতু বলে।
৪. মেটাল প্লেট ও শীটের মধ্যে মূল ব্যবধান কি?
উত্তরঃ 3মি.মি. এর অধিক পুরুত্বের ধাতব চাদরকে প্লেট এবং এর থেকে কম পুরুত্বের ধাতব চাদরকে শীট বলে।
৫. ব্ল্যাক আয়রন শীটের উপর কিসের প্রলেপ দেয়া হয়?
উত্তরঃ ব্ল্যাক আয়রন শীটের উপর কোন প্রলেপ দেয়া হয় না।
৬. জি. আই. শীট ও করোগেটেড শীটের মধ্যে মূল্ ব্যবধান কি?
উত্তরঃ জি.আই.শীট ও করোগেটেড শীটের মধ্যে ব্যবধান হল জি.আই.শীট সমতল বা প্লেইন এবং করোগেটেড শীট ঢেউ বিশিষ্ট থাকে।
৭. প্লেইন এবং করোগেটেড শীটের মধ্যে কোনটি বেশি সম্পন্ন?
উত্তরঃ প্লেইন এবং করোগটেডে শীটের মধ্যে করোগেটেড শীট অধিক শক্তি সম্পন্ন।
৮. জি.আই.শীটকে আমাদের দেশে কি নামে হয়?
উত্তরঃ জি.আই.শীটকে আমাদের দেশে টিন শীট নামে অভিহিত করা হয়।
৯. 22 GB আর 20 GB দুটি শীটের মধ্যে কোনটির পুরুত্ব বেশি?
উত্তরঃ 22 GB আর 20 GB দুটি শীটের মধ্যে 20 GB শীটটি অধিক পুরুত্ব সম্পন্ন।
১০. কোন ধরনের ধাতব পাতে মরিচা পরে না?
উত্তরঃ স্টেইনলেস স্টীল শীটে সহজেই মরিচা পড়ে না।