১. এক পন্থা ও বহু পন্থা বিশিষ্ট প্যাচের মধ্যে ব্যবধান কি?
উত্তরঃএক পন্থা প্যাচ বহু পন্থা প্যাচ
১। কোন দন্ডের উপর একটি মাত্র শিরা বা প্যা পাকিয়ে এগিয়ে যায় তখন তাকে এ পন্তা প্যাচ বলে। ১। কোন দন্ডের, উপর যখন একাধিক বিন্দু হতে প্যাচ আরম্ভ হয় এখন তাকে বহুপন্থা প্যাচ বলে।
২। পিচ ছোট বা হয়। ২। পিচ বড় হয়।
৩। শিরা বড় করা অসুবিধাজনক। ৩। শিরা বড় করা সুবিধাজনক।
৪। দ্রুত অগ্রগতির জন্য এ প্যাচ সম্ভব নয়। ৪। দ্রুত অগ্রগতির ক্ষেত্রে সুবিধাজনক।
৫। পিচ এবং লিড সমান। ৫। পিচ এবং লিড সমান নাও হতে পারে।
২. লিড স্ক্রর কাজ কি? উহা কখন ব্যবহার করা হয়?
উত্তরঃ লিড স্ক্র প্রয়োজনে ঘড়ির পাকে আথবা বিপরীত পাকে বিভিন্ন হার গতিতে আবর্ত্ন করে ক্যারেজকে চালনার কাজে ব্যবহৃত হয়। উহা একমাত্র স্ক্র প্যাচ কাটার জন্য ব্যবহার করা হয়।
৩. চার ‘জ‘ বিশিষ্ট ইন্ডিপেডেন্ট চাক ব্যবহারের সুবিধা কি?
উত্তরঃ সুবিধাঃ বিষম আকার কাজ, ষড়ভূজ অথবা চৌকোন, বিশ্রি ঢালাই, কেন্দ্রে ছিদ্র বিশিষ্ট বস্তু, ছিদ্র, ফোকর, রিমিং ইত্যাদি কাজ উত্তম রুপে চার ‘জ‘ বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট চাক ব্যবহার করা হয়।
৪. গিয়ার ট্রেন কাকে বলে?
উত্তরঃ একাধিক গিয়ার হুইল অথবা পিনিয়ন ও গিয়ার হুইল একত্রে সংযুক্তির মাধ্যমে এক স্যাফট হতে অন্য স্যাফটে আবর্ত্ন গতি সঞ্চালনের ব্যবস্থাকে গিয়ার ট্রেন বলে। এতে একটি চালক গিয়ার, একটি চালিত গিয়ার ও একাধিক মধ্যস্থ গিয়ার থাকে।
৫. সিঙ্গেল স্পীড ও কাটিং স্পীডের মধ্যে ব্যবধান কি?
উত্তরঃ সিঙ্গেল স্পীড কাটিং স্পীড
১। প্রতি মিনিটে মেশিনের স্পিন্ডেলের ঘূর্ণ্ন সংখ্যাকে স্পিন্ডেল স্পীড বলে। ১। মেশিনের কাটিং অপারেশনের জন্য কাটিং টুলের কাটিং পয়েন্ট যে গতিতে বা স্পীডে ওয়ার্কপিস ম্যাটেরিয়ালকে অতিক্রম করে তাকে কাটিং স্পীড বলে।
২। স্পিন্ডেল স্পীড হল মেশিন স্পীড। ২। কাটিং স্পীড ও মেশিন স্পীড আলাদা।
৩। স্পিন্ডেল স্পীড প্রতি মিনিটে ঘূর্ণ্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ৩। কাটিং স্পীড প্রতি মিনিটে অতিক্রান্ত দূরত্ব দ্বার প্রকাশ করা হয়।
৪। স্পিন্ডেল স্পীড এর একক RPM। ৪। কাটিং স্পীড এর একক FPM (Feet Per Minute) অথবা MPM (Meter Per Minute)।
৫। স্পিন্ডেল স্পীড মেশিনের শক্তি ও প্রকৃতির উপর নির্ভ্র করে। ৫। কাটিং স্পীড কার্য্ বস্তুর উপাদান তার আকার ও দৃঢ়তার উপর নির্ভ্র করে।