১. ফেস প্লেট কাকে বলে?
উত্তরঃ কার্য্ বস্তু অধক বড় ও অসম আকৃতির হলে তাকে সচরাচর চাকে বাধা যায় না। এমতাবস্থায় উক্ত কার্য্ বস্তু লেদে বাধার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ফেস প্লেট বলে।
২. স্কয়ার হেড বোল্ট কি?
উত্তরঃ কার্য্ বস্তুকে ফেস প্লেটে আটকাতে ফেস প্লেটের স্লটে যে বোল্ট ব্যবহৃত হয় তাকে স্কয়ার হেড বলে।
৩. সোল্ডার্ড্ স্টাড কি?
উত্তরঃ উভয় প্রান্ত প্যাচ কাটা এমন পারিকল্পিত দন্ড যা ইচ্ছামত যে কোন অবস্থানে কার্য্ বস্তুকে আবদ্ধ কয়া যায় তাকে সোল্ডার স্টান্ড বলে।
৪. সমাপন্তরাল পাত কি?
উত্তরঃ সমান্তরাল পাত হলো, স্লট যুক্ত দুটি পাশাপাশি সমান্তরাল পার্শ্ব বিশিষ্ট ক্রমশঃ সরু ডিভাইস যাতে বোল্ট অথবা স্ক্র-এর সাহায্যে কার্য্ বস্তু আটকানো যায়।
৫. এঙ্গেল প্লেট কি?
উত্তরঃ 90 ডিগ্রি কোন বিশিষ্ট, স্লট ও ছিদ্র যুক্ত ডিভাইস যা ফেস প্লেটের সঙ্গে নাট ও বোল্টের সাহায্যে কার্য্ বস্তুকে আটকানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাকে এঙ্গেল প্লেট বলে।
৬. স্টপ ব্বলক কি?
উত্তরঃ স্টপ ব্লক হল মাঝখানে ছিদ্র বিশিষ্ট লোহা বা ইস্পাতের তৈরি এমন এক ধরনের ডিভাইস যাতে কার্য্ বস্তু ফেস প্লেটের সঙ্গে বোল্ট দিয়ে আটকানো যায়।
৭. উইগালার কি?
উত্তরঃ কার্য্ বস্তুতে ঠিকমত সেন্টারিং করার লক্ষে যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে উইগালার বলে।
৮. মালটি স্টার্ট থ্রেড বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দন্ডের উপর যখন একাধিক বিন্দু হতে প্যাচ আরম্ভ হয়ে পাকিয়ে এগিয়ে যায়, তখন তাকে মালটি স্টার্ট্ থ্রেড বলে।
৯. সাধারণভাবে ব্যবহৃত ৫টি মেশিন টুলসের নাম লিখ।
উত্তরঃ ৫টি মেশিন টুলস এর নাম-
লেদ মেশিন
শেপার মেশিন
ড্রিল মেশিন
মিলিং মেশিন
গ্রাইন্ডিং মেশিন
১০. ইউনিভার্সেল চাক কি?
উত্তরঃ যে চাকে একই সঙ্গে বিভিন্ন অপারেশন সম্পাদনের লক্ষে কোন পার্য্ বস্তুকে বাঁধা হয়ে থাকে, তাকে ইউনিভার্সেল চাক বলে।
১১. দোলন কি?
উত্তরঃ কাটিং টুলটি যে দূরত্বে অব্দি উঠা নামা করে অথবা চলাচল করে, উক্ত দূরত্ব বা পথকে দোলন বলে।