1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ০১:৪৭ অপরাহ্ন

মারা গেছেন শাহরুখ খানের বোন

বলিউড বাদশাহ শাহরুখ খানের বোন নূর জাহান আর নেই। পাকিস্তানের পেশোয়ারে বাস করতেন তিনি। সম্প্রতি সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। নূর জাহান শাহরুখের চাচাতো বোন।

নূর জাহানের স্বামী আসিফ বোরহান জানান, অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। শাহরুখ খানের বাবার ভাইয়ের মেয়ে নূর জাহান।

পাকিস্তানের জেলা ও শহরের কাউন্সিলর নির্বাচনেও নির্বাচিত হয়েছেন তিনি। সব মিলিয়ে নূর রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় ছিলেন। এমন কী ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহারও করেন।

শাহরুখ খানকে ভীষণ ভালোবাসতেন নূর জাহান। টেলিফোনে তাদের যোগাযোগও ছিল। ১৯৯৭ ও ২০১১ সালে দু’বার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। প্রথমবার তার স্বামী সঙ্গে এসেছিলেন। পরেরবার একাই এসেছিলেন।

এই বোনের জন্য অবশ্য বেশ কয়েকবার তোপের মুখে পড়েছিলেন শাহরুখ। নূরের পাকিস্তান পার্লামেন্টের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন শাহরুখ খানকে। তবে তখন এসব সমালোচনার বিরোধিতা করেছেন অনেকেই।

জানা গেছে, দেশভাগের পর শাহরুখের পরিবার ও তার চাচা (নূরজাহানের বাবার পরিবার) পাকিস্তানের বাসিন্দা হন। এর আগে ভারতেই থাকতে তারা।

আরো পড়ুন