পরিবারের কর্তা ব্যক্তির মৃত্যুতে বিপাকে পড়তে হয় সংসারের সকলকে। ব্যাংক হিসাবে টাকা থাকলেও তা তোলার সঠিক প্রক্রিয়া না জানার কারণে ভোগান্তিতে পড়তে হয় পরিবারের সবাইকে। কিন্তু কিছু কৌশল জানা থাকলে মৃত্যু ব্যক্তির উত্তরাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা উত্তোলনে জটিলতা থাকে না।
মৃত্ ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক হিসাবের টাকা উত্তোলনের করনীয় বিষয়গুলো সকলের জন্য তুলে ধরা হলো।কী কী দরকার হবেঃ
১) ডাক্তার কর্তৃক প্রদত্ত মৃত সনদ।
২) কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়ারিসদের তালিকা।
৩) স্টাম্পের উপরে indemnity & surety bond দেওয়া।
৪) ১ম শ্রেনীর ম্যাজিসট্রেট আদালতে হলফনামা।
৫) সকল ওয়ারিসের সত্যায়িত ছবি।
৬) সকল ওয়ারিস কর্তৃক একজনকে টাকা উত্তোলনের জন্য ক্ষমতা প্রদান।
৭) ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তি কর্তৃক টাকা উত্তোলনের জন্য আবেদন করলে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী করে টাকা প্রদানের ব্যবস্থা করবে।
তবে Nominee কর্তৃক টাকা উত্তোলনের জন্য প্রযোজ্য:
১) ওয়ারিসদের তালিকার সনদ এবং ওয়ারিসদের কোন কাজ নাই।
২) এক্ষেত্রে ব্যাংকের নিকট গুরুত্বপূর্ন ২ জন গ্রাহক বা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক Nominee কে সত্যায়ন করতে হবে।
Duplicate DD issue করার জন্য Formalities নিম্নরুপ:
১: হারানোর সংবাদ পাওয়ার সাথে সাথে সতর্কমূলক ব্যবস্থা গ্রহন।
২: হারানোর সংবাদ ক্রেতার নিকট থেকে লিখিতভাবে নিতে হবে।
২: ১লক্ষ টাকার বেশী হলে জিডি সহ Duplicate এর জন্য আবেদন নিতে হবে।
৩: Stamp এর উপর Indemnity Bond গ্রহন করতে হবে।
৪: স্বাক্ষর মিলিয়ে দেখতে হবে।
৫: Paying Bank কে stop payment করার অনুরোধ জানাতে হবে এবং unpaid আছে মর্মে confirmation নিতে হবে।
৬: ৩ লাখ টাকার বেশী হলে BCD এর নিকট অনুমতি নিতে হবে. BCD কর্তৃক হারানে মর্মে Circular দিতে হবে।
৭: অনুমতি পাওয়ার পর পূর্বের DD বাতিল করে নতুন করে ইসু করতে হবে (যেহেতু MICR Instrument )।
৮: Duplicate DD এর উপরে লাল কালি দিয়ে Duplicate in lieu of original number ……. dated লিখতে হবে।
খিলাপী ঋণ আদায় এর জন্য মামলা করার Procedure হলো:
১: প্রথমে Bank গ্রাহককে ঋণ পরিশোধের জন্য Pursue করবে।
২: Pursue করে কাজ না হলে ৭ দিন সময় দিয়ে ডিমান্ড নোটিস দিতে হবে।
৩: তারপরও যদি কাজ না হয় তবে মামলা দায়ের করতে Head Office এর Permission চাইবে।
৪: Head Office এর অনুমতি পাওয়ার পর উকিল মাধ্যমে Legal Notice দিতে হবে, ১৫ দিন সময় দিতে হবে।
৫: তারপরও যদি Adjust না করে তাহলে মর্টগেজ সম্পত্তি বিক্রি করে পাওনা শোধ না হলে আদালতে মামলা করতে হবে।অথবা মর্টেগেজ কৃত সম্পত্তি নিলাম দিতে ব্যর্থ হলে আদালতে মামলা দায়ের করতে হবে।