সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ Your OTP is 991123 এই রকম বার্তা সহ অনেকের মোবাইলে মেসেজ আসছে। আগামীকাল আপনার মোবাইলেও আসতে পারে…এরকম মেসেজ আসার পরে কেউ যদি ফোন করে কোডটা জানতে চায় কখনোই না জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
OTP মানে হচ্ছে One Time Password. যা বিভিন্ন এপসের এবং আর্থিক লেনদেন যেমন বিকাশ এপ অথবা সেই নাম্বারের সাথে যুক্ত থাকা কোন প্রকার একাউন্ট এর ভেরিফিকেশন কোড।
যা কোন প্রকারে অন্য কারো হাতে গেলে আপনার তথ্য/অর্থ চলে যেতে পারে হ্যাকারদের কাছে সবাইকে নতুন এই প্রতারক চক্রদের কাছ থেকে সতর্ক থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ।