1. [email protected] : jashim sarkar : jashim sarkar
  2. [email protected] : mohammad uddin : mohammad uddin
বুধবার, ২৫ মে ২০২২, ০৩:৪৪ পূর্বাহ্ন
সে সকল ভাই বোনেরা লাইফ নিয়ে হতাশায় ভুগছেন শুধু তাদের জন্য পড়ুন!

ফার্মাসিতে মাস্টার্স করা ছেলেটা এখন ফ্রীল্যান্সার, BUET থেকে EEE পাস করা ছেলেটা এখন ইসলামী ব্যাংকের ম্যানেজার।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে প্রথম শ্রেণী পাওয়া ছেলেটা এখন নামকরা ফটোগ্রাফার।

SUST এর CSE পাস করা ছেলেটা এখন শহরের খ্যাতনামা ঔষুধ ব্যবসায়ী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে Philosophy থেকে পাস করা ছেলেটা এখন একজন নামকরা এস.আই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে রেকর্ড মার্ক পাওয়া মেয়েটা এখন Air Force এর অফিসার।

প্রাইভেট থেকে পাস করা ছেলেটা আজ Public University (SUST) এর শিক্ষক।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে English এ অনার্স করা মেয়েটা আজ জেলা ম্যাজিস্ট্রেট।

ঢাকা কলেজ থেকে অনার্স পাস করা মানুষটা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা না থাকার মানুষটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কয়টা Public University এর চ্যান্সেলর!!

ভয় নেই! জীবন থেমে থাকার নয়। বড় হলো তার ইচ্ছা শক্তি ।

মনের ইচ্ছা শক্তিটা ঠিক রাখুন আপনিও এক দিন পৌছে যাবেন, তাদের মধ্যে কোন একজন।

সংগ্রিত

আরো পড়ুন