ট্রান্সফরমারের মোট লস হল = কোর লস + কপার লস। কোর লস নির্ভর করে voltage এর উপর এবং কপার লস নির্ভর করে current এর উপর। অর্থাৎ মোট লস নির্ভর করে current এবং voltage এর উপর , কিন্থু উহাদের মধ্যবর্তী phase angle এর উপর নয়।
Power factor পরিবর্তনের সাথে মোট লসের কোন সম্পর্ক নাই। এজন্যই Transformer এর রেটিং KW এ না লিখে KVA বা MVA লেখা হয়।